কলমে– মিনতি গোস্বামী
জীবনই গল্প মুখে বললেও সবার জীবন নিয়ে কেন গল্প লেখা হয় না! আমাদের কাজের কমলা মাসি কেন গল্পের চরিত্র নয়? ওর দাঁতে কালো ছোপ, হাতের নখগুলো এবড়ো খেবড়ো, পায়ে হাজা, ছেঁড়া ব্লাউজ , তাই মাসি গল্পের চরিত্র নয়! সুনীলের কচুরির দোকানে যে শিশুটি ঘুম -চোখে এসে ঝাঁট দেয়, ঠেলা ঠেলে আনে, জল তোলে, ময়দা মাখে, তাকে নিয়েও গল্প হয় না।শান্তিনিকেতন এক্সপ্রেসে যে যমজ কিশোরী দুটি জলের বোতল কুড়োয় তারাও নায়িকা হতে পারে না। গল্পের নায়িকা মানেই সুন্দরী, তন্বী, লাস্যময়ী। নায়ক সৌম্য দর্শন যুবক। কিন্তু সফিস্টিকেটেড, অ্যারিস্টোকেট, পারফিউমিক চরিত্রের ঠাসাঠাসিতে লেখা গল্পেরা মুড়ির ঠোঙা হয়। তবু তাদের নিয়েই গল্প। তাই গল্পকার নই।
Leave a Reply