কলমে–মহ:মহসিন হাবিব
হায়রে সাধের কোরবানী
ছোট্ট থেকেই তোরে চিনি।
তুই কি শুধু মাংস খাবার পরব
পশুর হাটে টাকার বড্ড গরব!
হিষ্ট পুষ্ট না কিনলে,
থাকেনা সমাজে দাম
খোদার খাতায় লিখে রাখে,
অহঙ্কারী গোলাম।
কি হবে! নবীর কোরবানী মেনে
পশুত্ব যদি ভিড় করে হৃদ গগনে।
লোভ লালসার পাল্লা আঁকা
সমাজ ক্যানভাসে
ইব্রাহিমে’র স্বপ্ন আসবে কি–
তোমার আমার প্রতিভাসে!
কোরবানীর অপেক্ষায় আছি পথ চেয়ে
ত্যাগ,তিতিক্ষা যাবে যখন বাজার ছেয়ে।
Leave a Reply