কাজী মোস্তফা রুমি,বিশেষ প্রতিনিধিঃ
মুসলমান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা আমাদের দ্বারপ্রান্তে। ত্যাগ ও সংযমের শিক্ষা নিয়ে বছর ঘুরে প্রতিটি মুসলমানদের দরজায় চলে আসে পবিত্র ঈদুল আযহা।এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নাগরপুর দেলদুয়ার তথা টাঙ্গাইল জেলাবাসী সহ দেশ বিদেশের সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণ টাঙ্গাইলের আওয়ামী রাজনীতির উজ্জ্বল নক্ষত্র, ৯০’র স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে রাজপথ কাঁপানো নাগরপুর দেলদুয়ারের গণমানুষের জনপ্রিয় নেতা, স্বাধীনতা পরবর্তী দক্ষিণ টাঙ্গাইলের লক্ষ লক্ষ মানুষের প্রাণের দাবি ধলেশ্বরী সেতু বাস্তবায়ন আন্দোলন সংগ্রামের একমাত্র সকল রূপকার, টাঙ্গাইল জেলা সমিতি’র বিনা প্রতিদ্বন্দ্বিতায় নবনির্বাচিত ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ টাঙ্গাইল জেলা শাখার সংগ্রামী সহ-সভাপতি জননেতা তারেক শামস খান হিমু।এক শুভেচ্ছা বার্তায় জননেতা তারেক শামস খান হিমু গণমাধ্যমকে বলেন – বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আযহা আমাদের মাঝে সমাগত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নাগরপুর দেলদুয়ার তথা টাঙ্গাইল জেলাবাসী সহ সকলস্তরের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক।
মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তাঁরই নিদর্শন স্বরুপ আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানী করি। এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানীকৃত পশুর মাংস আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন।পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ আমাদের প্রত্যেকের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক, এই কামনা করছি।
Leave a Reply