কলমে– মিনতি গোস্বামী
গরিব ঘরের মেয়ে মেঘা বুদ্ধি আর মেধার জোরে বিডিও হয়ে রায়নায় জয়েন করে।তার গ্রাম খেতিয়ায় সবাই খুব আনন্দিত।একটা প্রত্যন্ত গ্রামের মেয়ে কত কঠিন সংগ্রাম করেছে গ্রামবাসীরা জানে। লোকবল, অর্থবল ছাড়াই সে পরিচিতি লাভ করেছে।কিন্তু শিক্ষা দিয়ে, কর্ম দিয়ে সমাজ – সংসারে বিচার হয় না মেয়েদের।সেখানে উত্তীর্ণ হতে মেয়েদের রূপ লাগে। বিয়ের বাজারে ছেলের মায়ের প্রথম শর্তই গৌরবর্ণা।সেদিক দিয়ে মেধার ত্রুটি তার গায়ের রং কালো।
মেঘা প্রেম করেনি। তাই তার বাবা পাত্র খোঁজে। ঘটকের ঘটকালিতে এসে খাওয়া-দাওয়ার পর পাত্রের মা বলে, ” এত কালো মেয়েকে বউ করে সমাজে বের করতে পারবো না। “মেঘা প্রতিজ্ঞা করে, সে বিয়েই করবে না।
Leave a Reply