এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
নাম নিরব কুমার সরকার (৩২)। সে বগুড়ার ধুনট উপজেলার সদর ইউনিয়নের বিলকাজুলী গ্রামের শ্রী নরেন্দ্রনাথ সরকারের ছেলে। ঔষধ কোম্পানি রিপ্রেজেনটেটিভ হিসেবে চাকুরী করতো নিরব কুমার। চাকুরীরত অবস্থা থেকে সে ভদ্র স্মার্ট চলাচল করতেন। চাকুরী হারানোর পর তিনি ঠিক একই ভাবে ভদ্রবেশে চুরির উদ্দেশ্যে নিয়ে ঔষধ কোম্পানির রিপ্রেজেনটেটিভ সেজে ছদ্মবেশে মোটরসাইকেল চুরি করে আসছিলেন। বর্তমানে সে মোটরসাইকেল চুরিকে পেশা হিসেবে বেছে নিয়েছে বলে জানায় থানা পুলিশ। গত বৃহস্পতিবার ১৩ জুন সন্ধ্যা পৌনে ৭টার দিকে সিরাজগঞ্জ পৌরসভার সয়াগোবিন্দ প্রামাণিকপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে নিরব কুমার সরকার কে গ্রেপ্তার করে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ। সে চোর চক্রের একজন সক্রিয় সদস্য। সিরাজগঞ্জ সদর উপজেলা থেকে ঔষধ কোম্পানির একজন মেডিক্যাল রিপ্রেজেনটেটিভের চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের সদস্য হিসেবে তাকে গ্রেপ্তার করে।
সিরাজগঞ্জ সদর থানার এসআই জাকারিয়া খান এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ১০ জুন সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঔষধ কোম্পানির এক মেডিকেল রিপ্রেজেনটেটিভ নিজস্ব মোটরসাইকেল যোগে শহরের মুড়ি পট্টি এলাকার ল্যাব কেয়ার দোকানে ঔষধের অর্ডার নিতে এসে মোটরসাইকেলটি ল্যাব কেয়ারের সামনের রাস্তার এক পাশে রেখে ল্যাব কেয়ারের ভিতরে গিয়ে আধা ঘন্টা কোম্পানির প্রয়োজনীয় আলোচনা শেষে সোয়া ১ টার দিকে বাহিরে আসলে তার রেখে যাওয়া স্থানে মোটরসাইকেলটি আর দেখতে পায় না। পরে তিনি আশেপাশে অনেক খোজাখুজির পর কোথাও না পেয়ে থানায় একটি মামলা দায়ের করে। মামলার পর ওই ল্যাব কেয়ারের আশেপাশের সিসিটিভির ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় চোর চক্রের সদস্যকে শনাক্ত করি। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে ওই চোর চক্রের সদস্য নিরব কুমার সরকারকে তার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করি। গ্রেপ্তারের পর তার দেখানো মতে ওই রুম থেকেই ডিসকাভার ১০০ সিসি মডেলের হারিয়ে যাওয়া মোটরসাইকেল যার রেজিঃ (ঢাকা মেট্রো-হ ৫৩৬৩৩৯) উদ্ধার করি। শ্রী নিরব কুমার সরকার আগে ঔষধ কোম্পানির রিপ্রেজেনটেটিভ হিসেবে কাজ করতেন। কয়েকমাস আগে চাকরি চলে যাওয়ার পর থেকে সে ঔষধ কোম্পানি রিপ্রেজেনটেটিভদের মোটরসাইকেল টার্গেট করে চুরি করতেন বলেও জানান তিনি।সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ জানান, চোর চক্রের সদস্য নিরব কুমার সরকারকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply