কলমে -মহ:মহসিন হাবিব
মনের মতন করে
সাজাতাম অক্সিজেন দিয়ে
প্রাণদানীটা
খুকির মনের ক্ষেদ মিটে যেতো,
খুকির মায়ের কোলটা
ভরতো স্নেহের চোখে।
আমার আক্ষেপ
একটু হলেও কমতো।
জিয়ারত বাঁচতো
আরোও একটি শতাব্দী আয়ু নিয়ে।
ভীড় করা স্বপ্নগুলো
ঘুমিয়ে গেলো
একটি আঘাতের ঘায়ে
রাগ করে পালালো
জরায়ু ছেড়ে ডিম্বানু ও শুক্রাণু
বিয়োগান্তক নাটক ফুটে ওঠে
দর্শক মনে।
Leave a Reply