এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শিবগঞ্জে জীবন ফ্লাওয়ার এন্ড নার্সারীর ২০ হাজার চারা গাছ কেটে ছয় লক্ষাধিক টাকার ক্ষতি সাধনের অভিযোগ এনেছে দুই জনের বিরুদ্ধে।অভিযুক্তরা হলেন, উপজেলার হাতিবান্ধা চকগোপাল গ্রামের মৃত: আঃ সামাদ এর ছেলে ইসা (৫৫) ও তার সহদর ভাই মোফা (৩৭)। অভিযোগ সূত্রে জানা গেছে, পশ্চিম জাহাঙ্গীরাবাদ বালুপাড়া গ্রামের আবুল হোসেন এর ছেলে শহিদুল ইসলাম ভোলা মন্ডল হাতিবান্ধা মাঠে ১৮ বিঘা জমি সনপত্ত নিয়ে দীর্ঘ ৬ বছর যাবৎ ফলজ, ঔষুধীগাছসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা উৎপাদন করে আসছেন। কিন্তু অভিযুক্তরা দীর্ঘদিন যাবৎ রাতের আধারা ও দিনের বেলায় নার্সারী থেকে ছোট ছোট চারা গাছ কেটে নিয়ে যায়। নার্সারী মালিক বিষয়টি টের পেয়ে সন্ধান করতে থাকে। একপর্যায়ে গতকাল ইসা (৫৫) ও মোফা (৩৭) দুই জন রাতে বেলায় ওই নার্সারী থেকে পুনরায় কাঁঠাল, আম, পিঁয়ারা, লিচুসহ বিভিন্ন ফজল চারা গাছ কেটে নিয়ে যায়।
এ ব্যাপারে জীবন ফ্লাওয়ার এন্ড নার্সারীর মালিক শহিদুল ইসলাম ভোলা মন্ডল বলেন, আমি এ এলাকার মানুষের নিকট থেকে জমি সনপত্ত নিয়ে নার্সারীর ব্যবসা পরিচালনা করে আসছি। আমার নার্সারীর চারা গাছ কে বা কাহারা রাতের আধারে কেটে নিয়ে যায়। আমি বিষয়টি টের পেয়ে সুযোগ সন্ধানে থাকি। একপর্যায়ে গতকাল অভিযুক্তদের বাড়িতে সন্ধান করে আমার নার্সারীর কর্তনকৃত চারা গাছ উদ্ধার করি।এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply