কলমে–মিনতি গোস্বামী
কৃষক পরিবারের ছেলে উৎপল গ্রামে থেকেই কঠিন লড়াই করে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করে। তারপর ফর্ম ফিলাপ, ইন্টারভিউ, চাকরি চুরির চক্করে পড়ে নাজেহাল। বেঁচে থাকাটাই তার কাছে এখন অর্থহীন। লেখাপড়া শিখে সে এখন গ্রামে উপহাসের পাত্র। লেখাপড়া শিখে লাভ কি এর উত্তর জানতে চায় সবাই।
এদিকে তাদের পাড়ার হারু কামার আটক্লাস পর্যন্ত পড়ে এখন গ্রামের নেতা।গ্রামের প্রধান হয়ে দশ বছরে সে প্রাসাদোপম বাড়ি, গাড়ির মালিক। লোকে উঠতে, বসতে তাকে নমস্কার করে।বাড়িতে এলে চেয়ার পেতে বসতে দেয়।পলিটিকাল সায়েন্স এর ছাত্র উৎপল বুঝতেই পারলো না, ” অফ দ্য পিপিল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল ” শব্দের মানে কি। হায় দেশের গণতন্ত্র।
Leave a Reply