কলমে–মিনতি গোস্বামী
বাবা মারা যাওয়ার পর বলাই চুপচাপ হয়ে যায়। গ্রাজুয়েট হয়ে চাকরি পায়নি, এখন আর খোঁজও করে না। বিঘে পাঁচেক জমি মা লোক দিয়ে চাষ করায়। তাতেই দুজনের উদরপূর্তি । বলাই সারাদিন লেখালিখি করে আর বিরাট উঠোনে প্লাস্টিকের প্যাকেটে গাছের চারা বসায়।
বর্ষা এলেই বিভিন্ন গ্রাম ঘুরে সেগুলো বসায়। হাজার দু ‘য়েক তালগাছও বসিয়েছে।একটা পূর্ণ বয়সের যুবকের এই আচরণে সবাই বলাইকে পাগলাই বলে। গ্রামের আনন্দ, উৎসবে সে নেই।রেমাল ঝড়ে সব পাখিদের বাসা ভেঙে গেছে।দেখে বলাইয়ের কষ্ট হয়। মাটির হাঁড়ি,কাঠের পেটি দিয়ে পাখির বাসা তৈরি করে সে বড় গাছগুলোতে টাঙিয়ে দেয়। গ্রামের হেডমাস্টার মশাই বলেন , ” ঘরে ঘরে এমন পাগলা চাই”।
Leave a Reply