কলমে– মিনতি গোস্বামী
বোবা কালা সোহাগীর পনেরো বছর বয়সেও মনটা শিশুর মত সরল। ফুল, পাতা,মাটি নিয়ে সে রান্নাবান্না খেলে।শ্রমজীবী পরিবারের মা বাবা খাটতে গেলে সে প্রিয় ছাগলছানার সঙ্গেই খেলে। বটগাছের পাতা ভেঙে ছানাটাকে খাওয়ায়,তাকে কোলে নিয়েই বনে -বাদারে ঘুরে বেড়ায়।একদিন সকালে উঠে দেখে তার ছাগলছানা নেই।গোটা গ্রাম সে খুঁজে বেড়ায়। কোথাও না পেয়ে ক্লান্তিতে ঘরে এসে কাঁদতে থাকে। খাওয়া বন্ধ করে ফুঁপিয়ে ফুঁপিয়ে সারারাত কেঁদেছে। তার মা-বাবাও খোঁজ পায়নি।পরদিন সকাল হতেই ছাগলছানাটা উঠোনে এসে দাঁড়ায়। তার মা বলে, ” সোহাগী, তোর সোহাগ ছেড়ে থাকতে পারেনি।” সোহাগীর শোনার দায় নেই।সে ছাগলছানাটাকে বুকে টেনে নিয়ে মুখটা গুঁজে দেয় তার মুখে।
Leave a Reply