মিলন বৈদ্য শুভ,রাউজান প্রতিনিধিঃ
ফারাজ করিম চৌধুরী অনুর্ধ্ব-১৫ ফুটবল লীগ ২০২৪ এর ফাইনাল খেলা রাউজান সরকারি কলেজ মাঠে ঝাকজমকভাবে অনুষ্ঠিত হয়েছে। ১০জুন সোমবার বিকেলে রাউজান পৌরসভার ব্যবস্থাপনায় ও ওয়াই কেবি ফ্রেন্ডশীপ ক্লাবের সহযোগিতায় আয়োজিত খেলায় প্রধান অতিথি থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে নগদ অর্থ সহ ট্রফি তুলে দেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি। পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন, রাউজান সরকারি কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নাওয়াজ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন ইয়াছিন স্মৃতি ফুটবল একাদশ বনাম ডাবুয়া খোশাল তালুকদার ঐক্য পরিষদ। খেলায় নির্দিষ্ট সময়ের মধ্যে গোল না হওয়ায় ট্রাইবেকারের মাধ্যমে ৪-২ গোলে ইয়াছিন স্মৃতি ফুটবল একাদশকে পরাজিত করে ডাবুয়া খোশাল তালুকদার বাড়ি ঐক্য পরিষদ চ্যাম্পিয়নশীপ অর্জন করেন। ডাবুয়া খোশাল তালুকদার বাড়ি ঐক্য পরিষদের প্রধান পৃষ্ঠপোষক থেকে খেলোয়াদের অনুপ্রেরণা ও উৎসাহ প্রদান করেন ডাবুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুদ্দিন চৌধুরী সাবু। উপস্থিত ছিলেন ওয়াই কেবি ফ্রেন্ডশীপ ক্লাবের কর্মকর্তা মোহাম্মদ এয়াকুব ও মোহাম্মদ রাশেদ। সেরা কোচ নির্বাচিত হন মোহাম্মদ আরমান।
Leave a Reply