মুজিবুর রহমান,কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালীগঞ্জে স্ত্রী সন্তানকে মারধরের পর নেশা আসক্ত স্বামী আমান উল্লাহ ছোট শিশুকে নিয়ে ঘরে ভেতর থেকে দরজা বন্ধ করে শিশুকে হত্যার হুমকি দেয়।শিশুটির মা দৌড়ে এসে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করলে তাৎক্ষণিক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম ইমাম রাজী টুলু , উপজেলা নির্বাহী, অফিসার, জরুরী ভিত্তিতে অভিযান চালিয়ে শিশুকে উদ্ধার করতে সক্ষম হন।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে কালিগঞ্জ পৌর ৮ নং ওয়ার্ড দেওপাড়ার চর মিরপুর এলাকার সেভেন সার্কেল সিমেন্ট কোম্পানির পাশে বস্তিতে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতো দেওপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে আমানউল্লাহ।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে দরজা বন্ধ দেখতে পান। বারবার ডাকা সত্ত্বেও দরজা না খোলায় আইনশৃঙ্খলা বাহিনীকে দরজা ভাঙার অনুমোদন দেয় পরে লাথি মেরে দরজা খুলে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে দেয়। মা শিশুটিকে বুকে ঝড়িয়ে কেঁদে ফেলেন।
জানা যায় মহিলার স্বামী অনবরত নেশা আসক্ত অবস্থায় থাকে এবং স্ত্রী পরের বাড়িতে ঝি এর কাজ করে টাকা উপার্জন করে নিয়ে আসলে স্বামী সেই টাকা কেঁড়ে নিয়ে নেশা ক্রয় করে সেবন করত । কিছু বললেই স্ত্রীকে মারধর করত। নেশা আসক্ত ব্যক্তিকে আটক করার পর স্থানীয় কাউন্সিলর এর নিকট বিষয়টি মিমাংসা করার জন্য তুলেদেন।
Leave a Reply