কাজিপুর প্রতিনিধিঃ
“নয়ন সম্মুখে তুমি নাই
নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই।”
আপনি শুধু ব্যক্তি নন,একজন প্রতিষ্ঠান।আপনার রেখে যাওয়া কাজিপুর, এখনও বিশেষ গুরুত্ব বহন করে।চিরদিন গুরুত্বের ধারক ও বাহক হিসেবে আপনার অর্পিত কাজ স্মরণীয় হয়ে থাকবে।তিনি হলেন বাংলাদেশের সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত আলহাজ্ব মোহাম্মদ নাসিম।ষাটের দশক থেকে রাজনীতির সাথে যুক্ত হয়ে দেশের মা,মাটি ও মানুষের জন্য লড়াই করেছেন।ন্যায়ের পক্ষে কথা বলার জন্য বার বার জেলে গেছেন। তারপরেও অদম্য সাহস আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেছেন।প্রতিষ্ঠা করেছেন,নানা কল্যাণমূলক প্রতিষ্ঠান।কাজিপুর বাসীকে উপহার দিয়েছেন,স্বর্ণময় কাজিপুর।বঙ্গবন্ধুর আদর্শকে চর্চা করে,লালন করে দেশের সর্বত্র জায়গায় জনপ্রিয়তার শীর্ষে ছিলেন তিনি।দেশের সর্বোচ্চ দুরবস্থাকে মোকাবিলা করার অগ্র নায়ক ছিলেন তিনি।তাঁর মৃত্যবার্ষিকীতে কাজিপুরে স্কুল,কলেজ, প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন থেকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।তাঁর জীবন ও কর্মের উপর আলোচকরা বক্তব্য রাখেন।একজন বীর ও ধৈর্যশীল নেতার অবদান ভোলার নয়।আমরা নেতার প্রতি অবিরাম ভালোবাসা,শ্রদ্ধা জানাই।
Leave a Reply