কলমে–মিনতি গোস্বামী
কালিকাপুরের কালিকারঞ্জন বাবুর একমাত্র মেয়ে কল্যাণীর আজ বিয়ে। জমিদার বাড়ির মেয়ে, কোন কার্পণ্য নাই। আত্মীয়- কুটুম্ব, গ্রামবাসীরা নিমন্ত্রিত। সকাল থেকেই সানাই বাজছে। শিশুরা বিরাট উঠোনে খেলছে,মহিলারা সেজেগুজে ঘোরাঘুরি করছে। গ্রামের করিতকর্মারা বিরাট আয়োজনে হাত লাগিয়েছে।রাতে ব্যান্ড পার্টি,বাজি হবে শুনে সবাই আনন্দিত। দুপুরের খাবার শেষ হতেই সাজো সাজো রব। বরযাত্রী আনতে গেলো বাসস্ট্যান্ডে ছেলে ছোকরারা। কনে সেজে বসে আছে, বর কোথায়?রাত ন’টার পর ছেলেরা খবর আনলো বরের ট্যাক্সিতে এক্সিডেন্ট , বর প্রয়াত। এখন উপায়?
কালিকারঞ্জন বাবু কান্না জুড়ে দিলেন।” আমার মেয়ে লগ্নভ্রষ্টা হবে? “এগিয়ে এলেন গ্রামের হাইস্কুলের শিক্ষক রমেনবাবু।যদি অনুমতি দেন, কন্যাকে গ্রহণ করি।রাতের লগ্নেই বিবাহ সম্পন্ন হলো।
Leave a Reply