বিল্লাল হোসেন, শেরপুর থেকেঃ
শেরপুরের ঝিনাইগাতীতে বনবিভাগের সামাজিক বনের অংশিদারদের মাঝে চেক বিতরন করা হয়েছে। ১১ জুন মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল উপকারভুগিদের মাঝে চেক বিতরন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আবু তাহের, রাংটিয়া ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম,স্থানীয় ইউপি সদস্য গোলাপ হোসেনসহ বনবিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও সামাজিক বনের উপকারভোগিরা অংশগ্রহন করেন।
এ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ৪৮ জন উপকারভোগীর মাঝে ৫০ লাখ ১৮ হাজার ৮৬০ টাকার চেক বিতরন করা হয়। এছাড়া বন্যহাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত ১ পরিবারের মাঝ ৫০ হাজার টাকা বিতর করা হয়।
Leave a Reply