মুজিবুর রহমান,কালিগন্জ প্রতিনিধিঃ
গাজীপুরের কালিগঞ্জ উপজেলা বাহাদুসাদী এলাকায় বিভিন্ন পরিবহনে টাকা তুলতে গিয়ে তিনজনকে আটক করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম ইমাম রাজী টুলু , উপজেলা নির্বাহী অফিসার,কালীগঞ্জ, গাজীপুর।আজ মঙ্গলবার দুপুরে ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন ব্রিজ সংলগ্ন বাহাদুরসাদী মৌজা এলাকা থেকে তিনজনকে আটক করেছেন। তাদের ৩ টি মামলায় বিনাশ্রম ৪ দিন করে কারাদন্ড দেওয়া আসামী ০৩ জনকে দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় ০৩ জনকে ০৪ (চার) দিনের বিনাশ্রম কারাদন্ড।এরা হলেন, তারিফ শিকদার (২১) পিতা: রহিম শিকদার, তানভীর (২০) পিতা: নাছির উদ্দিন ও সিদ্দিক (৫০) পিতাঃ নজুমুদ্দিন।বেঞ্চ সহকারীঃ মোঃ আলামিন ভূঁইয়া ।
Leave a Reply