রাকিবুল হাসান,শ্যামনগর প্রতিনিধিঃ
যশোর জেলার কালিগঞ্জের রতনপুরে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ টাকা বিতরণ করা হয়েছে।গতকাল ১০ ই জুন সোমবার বিকাল ৪ ঘটিকার দিকে রতনপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ক্ষতিগ্রস্ত ৪৭টি পরিবারের মধ্যে পরিবার প্রতি ৬ হাজার টাকা বিতরণ করা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের বাস্তবায়নে ক্রিশ্চিয়ান এইড ও স্টার্ট ফান্ড বাংলাদেশের আর্থিক সহযোগিতায় নগদ অর্থ বিতরণ করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রেরণার সভাপতি ইলিকা দেবী মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবির।বিশেষ অতিথি ছিলেন, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দিপংকর দাশ, রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আলী রাজী টোটন, খ্রিস্টান এইডের প্রজেক্ট কো অর্ডিনেটর বিজয় বিশ্বাস,প্রেরনার নির্বাহী প্রধান শম্পা গোস্বামী। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি সহ বিভিন্ন জিও এনজিওর প্রতিনিধিগন।
Leave a Reply