জুবায়ের রহমান,কাজিপুর প্রতিনিধিঃ
ইতিহাস ও ঐতিহ্যকে ভিত্তি করে একটি ভূখন্ড পরিচিতি লাভ করে।সেই পরিচিতিকে এগিয়ে নেয়ার জন্য এ ভূখন্ডের মানুষের মেধা,শ্রম ও প্রচেষ্টা অব্যাহত রাখতে হয়।এরকম একটি সুপরিচিত ভূখন্ড হলো সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলা।এ উপজেলার প্রায় ৯০ ভাগ মানুষ কৃষির সাথে যুক্ত।এ অঞ্চলে ব্যবসা-বাণিজ্যের প্রচলন খুব কমই ছিলো।কিন্তু বিশ্বায়নের যুগে কাজিপুরের মানুষ চিন্তা ভাবনাকে উন্নীত করতে থাকে।ধীরে ধীরে ব্যবসাকে প্রধান অবলম্বন হিসেবে স্থায়ীকরণ করবার চেষ্টা করে।প্রধান অবলম্বন হিসেবে বেছে নেয় কম্বল শিল্প।কয়েকজন ব্যবসায়ীর সাথে আলোচনা করে জানা যায়, প্রায় ১৫-১৬ বছর আগে চালিতাডাঙ্গা ইউনিয়নাধীন শিমুলদাইড় বাজারের কয়েকজন দর্জি ঢাকা হতে কম্বলের জুট/ছোট ছোট কাপড় এনে কম্বল তৈরি করে বিক্রি শুরু করেন।
তারপর থেকে কম্বল ব্যবসা ব্যাপক প্রসার লাভ করছে।কম্বল ব্যবসাকে কেন্দ্র করে দুটো বৃহৎ বাজার গড়ে উঠেছে- ছালাভরা বাজার অপরটি শিমুলদাইড় বাজার।এ দুটো বৃহৎ বাজার থেকে হরেক রকমের কম্বল দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারী ও খুচরা সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হয়।একদিকে যেমন এ অঞ্চল প্রসিদ্ধ লাভ করছে। অন্যদিকে বেকারদের কর্মসংস্থান তৈরি হচ্ছে।
Leave a Reply