এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শাজাহানপুরে ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।সোমবার (১০ই জুন) সকাল ১১টায় বারআঞ্জুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আড়িয়া ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয় অংশ গ্রহণে টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোমিনুল ইসলাম,সাবেক ইউপি সদস্য জাহিদুল ইসলাম,সমাজসেবক আনোয়ার হোসেন প্রমুখ।এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।এ প্রতিযোগিতায় শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ১১টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রী অংশগ্রহণ করে।
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বারআঞ্জুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে সোনাকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারায়।বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপে সোনাকনিয়া প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে বারআঞ্জুল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারায়।
Leave a Reply