মিজানুর রহমান,স্টাফ রিপোর্টারঃ
খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (কেসিআরএ) এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (৮ জুন) অনুষ্ঠিত সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভার দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত মোতাবেক সুমন আহমেদকে সভাপতি ও আহমদ মুসা রঞ্জুকে সাধারণ সম্পাদক পুননির্বাচিত করা হয়।সোমবার (১০ জুন) সভাপতি ও সাধারণ সম্পাদক আলোচনার ভিত্তিতে ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন।কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সহ-সভাপতি নূর হাসান জনি ও শিশির রঞ্জন মল্লিক, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর ও আনিছুর রহমান কবির, কোষাধ্যক্ষ কামরুল হোসেন মনি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, কার্যনির্বাহী সদস্য বিমল সাহা, ইয়াছিন আরাফাত রুমি ও রকিবুল ইসলাম মতি প্রমুখ।
উল্লেখ্য, শনিবার (৮জুন’২০২৪) খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সকল সদস্য’র সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য সুমন আহমেদকে সভাপতি ও আহমদ মুসা রঞ্জুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। তখন পরবর্তী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব পুন:নির্বাচিত সভাপতি ও সম্পাদকের উপর অর্পণ করা হয়।
Leave a Reply