মুজিবুর রহমান,কালীগঞ্জ প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে উপজেলা পরিষদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমাম রাজী টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আক্তার উজ্জামান এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান জুয়েনা আহম্মেদ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান।এ সময় উপজেলার প্রতিটি সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন মিডিয়ার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনার শুরুতেই সামবার্সিবল বিষয়ে বন্টন সম্পর্কে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন বিস্তারিত জানান।
তবে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান এমপি বলেন,প্রতিটি জনকে সাবমার্সিবল না দিয়ে ১০ জনকে একটি সাবমার্সিবল দিয়ে কিভাবে পানি বন্টন করা যায় তা জানতে চান।পরে প্রতিটি দপ্তরের কর্মকর্তারা বিভিন্ন কমিটির সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান অবস্থান বা সদস্য আছেকিনা তা জানান।
Leave a Reply