কলমে–তীর্থঙ্কর সুমিত
কিছু কথা…
ভালোবাসার সমীকরণে মেরুদণ্ডহীন মানুষের
রোচনামচার ঢেউ
মুখোমুখি চায়ের কাপ আর সিগারেটের ধোঁওয়া
সম্পর্কের টাইমলাইন কখন যেন পাল্টে যায়
থমকে যাওয়া সময় থমকে যায়
নিজের বিবর্ণতায় নেমে আসে একবুক হাহাকার
কিছু কথা…
এভাবেই বেঁচে থাকে
দাঁড়ি টানলেই সমাপ্তি নয়।
Leave a Reply