দেলোয়ার,সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার হামছাদি গ্রামে মোল্লা বাড়িরসামনে,অবৈধভাবে সরকারি খাস জায়গায় ৪লক্ষ টাকার মাটি উত্তোলন করে একদল অসাধু চক্র, জানা যায় অবৈধ ভাবে মাটি বিক্রি করেন এলাকার সাবেক মেম্বার মতি ও মজিবর মাষ্টার। একজন সম্মানিত মাষ্টার সাহেব সজ্ঞানে কিভাবে অবৈধভাবে মাটি বিক্রি করে সেটা এলাকার সাধারণ মানুষের বোধগম্য নয় ।সাবেক মেম্বার মতি ও মজিবর মাষ্টার সাংবাদিক দের এক প্রশ্নের জবাবে বলেন এই জমির উপর কোর্টে মামলা চলমান আছে। তারা দীর্ঘ দিন যাবৎ এই জমি দখলে রেখেছে সেই অর্থে তারাই প্রাপ্যএই জায়গার মাটি,এবং মামলার কাগজ দেখিয়ে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন ভাবে সমঝোতা করতে চেষ্টা করলেও অবশেষে ব্যর্থ হয়,কিন্তু আইনগত কোন রাইট না থাকায় সেখানে বর্তমানে মাটি কাটা বন্ধ করেন।সাংবাদিকদের তদন্তে বেড়িয়ে আসে এখানে এই জমির মাটি কাটার কারনে পাশের জমি ও চলাচলের রাস্তা ভেঙ্গে পড়ার আশংকা ১০০% রয়েযায়।
তদের এলাকায় এইরূপ অনেকের জায়গা দখল করে মাটি বিক্রি সহ জমি জাল দলিল করে জমি আত্মসাৎ করার তথ্য মিলে সাবেক মেম্বার মতির বিরুদ্ধে, ভূমিদস্যু হিসেবে ইতিমধ্যে এলাকায় একটি আতঙ্ক তৈরি করেছে।তবে সোনারগাঁওয়ে এরূপ চিত্র খুব বেশি ইদানিং মাত্রাতিরিক্ত দেখা যাচ্ছে, প্রশাসন কি কোন ব্যবস্থা নিবে কিনা সেই অপেক্ষায় সাধারণ মানুষ।
Leave a Reply