এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে বগুড়ার বিসিক শিল্প মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে মো. আজিজার রহমান (মিলটন) সভাপতি ও মো. বাচ্চু শেখ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শনিবার (৮ই জুন) বিসিক শিল্পনগরীর গুঞ্জন মেটাল কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এরপর সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন বগুড়া বিসিক শিল্প মালিক সমিতির নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ্যাডভোকেট শেখ রেজাউর রহমান।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সংগঠনটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি পদে মোছা. অনিন্দিতা হক, কামাল ইনেনু ও আব্দুল জলিল ভূঁইয়া নির্বাচিত হয়েছে। সহ-সাধারণ সম্পাদক পদে আলীনূর ইসলাম, মোস্তফা মাহমুদ শাওন, মোস্তফা আলীমুর রাজীব, কোষাধ্যক্ষ পদে এস এম নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক পদে তাজলিমুর রহমান, দপ্তর সম্পাদক পদে রাশেদুন নবী (রাজু), প্রচার সম্পাদক পদে আব্দুল আলীম আলী, ধর্ম ও ক্রীড়া সম্পাদক পদে আইয়ুবুর রহমান, শিল্প বিষয়ক সম্পাদক পদে হাসান আলী আলাল, সংস্কৃতি সম্পাদক পদে এমদাদ হোসেন নির্বাচিত হয়েছে। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোছাঃ শামিমা আক্তার (নাইস), মোস্তফা জাকারিয়া, হোসেন আলী দুলাল, আমিনুর ইসলাম, সুমন কুমার কুন্ড, মোসলেমিয়া মনতাসির, উজ্জ্বল হোসেন ও মোস্তাফা আহম্মেদ। এ নির্বাচনে সংগঠনটির মোট ৬৩ জন ভোটারের মধ্যে ৫৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
Leave a Reply