আকতার মিয়া,মহেশখালী প্রতিনিধিঃ
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের সাইরার ডেইল এলাকা থেকে অস্ত্রসহ ওসামা (২৮) নামে এক যুবককর গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার ওসামা ইউনিয়নের সাইরার ডেইল এলাকার আজিজুল হকের ছেলে।আজ শনিবার বিকাল ৩টার সময় মহেশখালী থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, (৭ জুন) শুক্রবার গভীর রাতে মাতারবাড়ী পুলিশ ক্যাম্পের ইনর্চাজ এস আই ইমরান হোসেনের নেতৃত্বে রাত্রিকালীন টহল ডিউটি করার সময় গতিবিধি সন্দেহজনক মনে হলে ধৃত যুবককে অনুসরন করা কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ধৃত করা হয়।মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজ উদ্দিন বলেন, ধৃত যুবকের আচরণবিধি সন্দেহজনক হওয়ার তার দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে। ###
Leave a Reply