শাহারুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে “স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক” প্রতিপাদ্য-কে সামনে রেখে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ৮ জুন শনিবার সকাল ১০ টায় একটি বিশাল র্যালী শহরের প্রধান প্রধান স্রক প্রদক্ষিণ শেষে উপজেলা সহকারী কমিশনার ভূমির কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদুৎ। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান। এসময় স্থানীয় গণমাধ্যমকর্মীরাসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply