কলমে– লুৎফুর রহমান চৌধুরী
নতুন সাজে লিখে কবিতা
মনের মতো করে
কবির কলম চলে সর্বদা
ন্যায় পথটি ধরে।
কবির করিতায় আছে ভাই
অনেক কারু কাজ
কারো গায়ে লাগতে পারে
শব্দের একটু আঁচ।
ভুল বুঝে চটে যেওনা
কবির উপর ভাই
কবিতার বুকেই হামেশা
সত্য খুঁজে পাই।
নিয়ম নীতির কথা বলে
কবির কলম খানি
এই কথাটি আমরা কেন
সবাই নাহি মানি।
লীলা খেলা ভবের মাঝে
কতো জনে করে,
কবির কলমটা মুখ বুঝে
থাকে নাকো পরে।
Leave a Reply