আব্দুর রশিদ,ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ
“স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলায় ভূমিসেবা সপ্তাহ শুরু হয়েছে।আজ শনিবার (৮জুন) সকাল ১১ টায় উপজেলা ভূমি অফিস মাঠে ভূমিসেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সরকার ফারহানা আখতার সুমি। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ। অনুষ্ঠানে ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি)জান্নাতুল ফেরদৌস হ্যাপি।এ সময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দীলিপ কুমার মুখোপাধ্যায়,মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনজুরুল হক চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা নুরননবী প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য দেন।এ ছাড়াও গণ মাধ্যমকর্মী,ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা,সেবা গ্রহীতা, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবি মানুষ ভূমিসেবা সপ্তাহে অংশ গ্রহন করেন।
এ সময় অনলাইনে নামজারি করা, ভূমি উন্নয়ন কর পরিশোধের মাধ্যমে ডিজিটাল দাখিলা প্রাপ্তি, ভূমিসেবা কল সেন্টার ১৬১২২ নম্বরে ফোন করে ডাক বিভাগের মাধ্যমে ঘরে বসেই পর্চা গ্রহণ সম্পর্কে আলোচনা ছাড়াও ভূমির বিভিন্ন সেবা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সহকারী কমিশনার ভূমি জান্নাতুল ফেরদৌস হ্যাপি । যার মাধ্যমে জনগণ হয়রানি ও ভূমি আইন সম্পর্কে ধারনা পাবে।উল্লেখ্য,উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমিসেবা সপ্তাহ ৮ জুন থেকে আগামী ১৪ জুন পর্যন্ত চলবে।
Leave a Reply