বিল্লাল হোসেন,শেরপুর থেকেঃ
শেরপুরের ঝিনাইগাতীতে ইজিবাইক ছিনতাইকারী চক্রসদস্যদের ছুরিকাঘাতে আসাদুজ্জামান (৫০) নামে এক ইজিবাইক চালক আহত হয়েছে। ৮ জুন শনিবার দুপুরে উপজেলার কাংশা ইউনিয়নের গজনী এলাকায় এঘটনা ঘটে। ইজিবাইক চালক আসাদুজ্জামান ঝিনাইগাতী উপজেলার গৌরিপুর ইউনিয়নের হলদীবাটা গ্রামের সামছুল হকের ছেলে। স্থানীয়রা জানান ছিনতাইকারি চক্রের দুই সদস্য ঝিনাইগাতী বাজার থেকে আসাদুজ্জামানের ইজিবাইক নিয়ে গজনী অবকাশ বিনোদন কেন্দ্রে ঘুরতে যায়। দুপুর ১২টার দিকে গজনীতে পৌছার পর ছিনতাইকারীরা ছুরিকাঘাতে আহত করে ইজিবাইকটি ছিনতাইয়ের সময় স্থানীয় ইজিবাইকটি উদ্ধারে সক্ষম হলেও ছিনতাইকারীরা পালিয়ে যায়।
পরে স্থানীয় আহত ইজিবাইক চালক আসাদুজ্জামানকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ বাদল বলেন, খবর পাওয়ার সাথে সাথে ছিনতাইকারীকে সনাক্ত করতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply