রুহুল আমিন রুকু,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে বাগুয়া অনন্তপুর স্কুল এন্ড কলেজের সদ্য এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীর পিতাকে সামান্য কথাকাটাকাটির কারণে পিটিয়ে আহত করেছে উক্ত কলেজের অফিস সহকারী আব্দুর রব সরকার বলে অভিযোগ পাওয়া গেছে।অভিযোগ সূত্রে জানা যায়, উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে বাগুয়া অনন্তপুর স্কুল এন্ড কলেজের সদ্য এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থী তানজিমুল ইসলাম। উক্ত শিক্ষার্থীর পিতা শফিকুল ইসলাম ও মাতা হাতিয়া ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য মোছাঃ তছলিমা বেগম, গ্রামঃ হাতিয়া বকসী কামারটারী। তানজিমুল ইসলাম জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হলেও তার পিতা শফিকুল ইসলাম সন্তানকে ভালো কলেজে ভর্তি করার জন্য অনলাইনে আবেদন করতে গিয়ে দেখেন কে বা কাহারা ভুয়া সিমের মাধ্যমে তার ছেলেকে বাগুয়া অনন্তপুর স্কুল এন্ড কলেজে ভর্তির রেজিস্ট্রেশন করেছে। পরে অনেক খোঁজাখুঁজির পরে উক্ত ব্যক্তিকে সনাক্ত করণ করা হয়। বিষয়টি সমাধান করলেও পরবর্তীতে বাগুয়া অনন্তপুর স্কুল এন্ড কলেজে তানজিমুল ইসলামের নামে প্রশংসা পত্র সংগ্রহের জন্য ছাত্রের পিতা শফিকুল ইসলাম শিক্ষা প্রতিষ্ঠানে যায় এবং দুই দফায় বাগুয়া অনন্তপুর স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রশংসা পত্রে ছাত্রের মায়ের নাম ভুল লেখা হয়। এ কারণে তানজিমুল ইসলামের পিতা শফিকুল ইসলাম গত ৬ জুন’২০২৪ইং উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দুই দফায় দেয়া প্রশংসা পত্রে ছাত্রের মায়ের নাম ভুল লেখা হওয়ায় প্রতিবাদ করে। এ সময় সামান্য কথাকাটাকাটিকে কেন্দ্র করে বাগুয়া অনন্তপুর স্কুল এন্ড কলেজের অফিস সহকারী আব্দুর রব সরকার হঠাৎ করে ছাত্রের পিতা শফিকুল ইসলামকে মারপিট করে আহত করেন। এ ঘটনায় শফিকুল ইসলাম তাৎক্ষণিক ভাবে বিষয়টি প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়ে অভিযোগ করেন। শফিকুল ইসলাম তার উপর শারীরিক নির্যাতনের ঘটনায় বিভিন্ন সাংবাদিকের কাছে তুলে ধরে ন্যায় সংগত বিচার দাবি করেছেন।এ ব্যাপারে ৮ জুন’২০২৪ইং শনিবার বাগুয়া অনন্তপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এসএম মোস্তাফিজার রহমান জানায়, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সদ্য এসএসসি পাশ শিক্ষার্থী তানজিমুল ইসলামের পিতা শফিকুল ইসলাম উক্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রের প্রশংসা পত্র সংগ্রহ করেছে। কিন্তু কম্পিউটার অপারেটরের অসাবধান বসত ভুলক্রমে ছাত্রের মায়ের নাম বাংলায় ভুল লেখা হয়। যা সংশোধন যোগ্য দুই মিনিটেই নতুন প্রশংসা পত্র দেয়া সম্ভব। কিন্তু সামান্য বিষয়কে কেন্দ্র করে ছাত্রের পিতা শফিকুল ইসলাম গত ৬ জুন’২০২৪ইং কলেজে এসে অধ্যক্ষের সাথে অসৌজন্যমূলক আচরণ করে। বিষয়টি দেখতে পেয়ে অফিস সহকারী আব্দুর রব সরকার প্রতিবাদ করে। এ কারণে একটু কথাকাটাকাটি হয়। তাছাড়া অন্য কোন কিছুই হয়নি।
এব্যাপারে ৮ জুন’ ২০২৪ইং শনিবার বাগুয়া অনন্তপুর স্কুল এন্ড কলেজের অভিযুক্ত অফিস সহকারী আব্দুর রব সরকার জানায়, ছাত্রের অভিভাবক শফিকুল ইসলাম সামান্য বিষয়কে কেন্দ্র করে প্রধান শিক্ষকের সাথে অসৌজন্যমূলক আচরণ করায় এর প্রতিবাদ করা হয়। তাকে কোন ধরণের মারপিট বা লাঞ্ছিত করা হয়নি।এ ব্যাপারে ৮ জুন’ ২০২৪ইং শনিবার বাগুয়া অনন্তপুর স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আইয়ুব আলী জানায়, ছাত্রের পিতা শফিকুল ইসলাম আমার পরিচিত। কোন সমস্যা হলে বিষয়টি তিনি আমাকে জানাতে পারতেন। তারপরও আমি বিষয়টি সমাধানের চেষ্টা করবো।
Leave a Reply