কলমে-তীর্থঙ্কর সুমিত
আড়াল করা বিকেল আর
মেহগনি গাছের ছায়া
গোটা রাস্তা জুড়ে স্মৃতি বহন করে
আনন্দ উচ্ছ্বাসের স্বপ্ন নীড়ে
কত হাত সময়ের সাথে সাথে
অসময়ের ঘড়িতে…
ব্যর্থ পরিহাস আজ ভালোবাসা জুড়ে
তাইতো সকাল হয়
রাতের আঁধার কাটিয়ে
আরো এক সকাল অপেক্ষা করে __
Leave a Reply