1. info@dainikashardigonto.com : দৈনিক আশার দিগন্ত : দৈনিক আশার দিগন্ত
  2. info@www.dainikashardigonto.com : দৈনিক আশার দিগন্ত :
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২১ অপরাহ্ন

বাজেটকে স্বাগত জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৩৭ বার পড়া হয়েছে

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বাজেটকে স্বাগত জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি শহরের সাতমাথা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে মিছিল শেষে সাতমাথায় মুজিবমঞ্চে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজী জুয়েলের পরিচালনায় ও সহ সভাপতি প্রদীপ কুমার রায়ের সভাপতিত্বে মিছিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগ নেতা এ্যাড. জাকির হোসেন নবাব, নাসিমা রহমান সীমা, আনোয়ার পারভেজ রুবন, রুহুল মোমিন তারিক, খালেকুজ্জামান রাজা, আবু সুফিয়ান সফিক, শফিকুল ইসলাম নাফরু, আলমগীর হোসেন স্বপন, কামরুল হুদা উজ্জ্বল, আব্দুস সালাম, আলমগীর বাদশা, কামরুল মোর্শেদ আপেল, আমিনুল ইসলাম ডাবলু, জুলফিকার রহমান শান্ত, মঞ্জুরুল হক মঞ্জু, সাবিয়া সাবরিন পিংকি, রাশেদুজ্জামান রাজন, সজীব সাহা এবং আল মাহিদুল ইসলাম জয় প্রমুখ।নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের এই বাজেট ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। করোনা পরবর্তী অর্থনৈতিক সংকট মোকাবিলা এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দাবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এত বড় বাজেট দিয়ে বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখছেন। এ বাজেট মানবতার বাজেট, এ বাজেট মানুষের অধিকারের বাজেট, এ বাজেট মানুষের কল্যাণের বাজেট।এই বাজেটে সকল শ্রেণী-পেশার মানুষকে প্রাধান্য দেওয়া হয়েছে। জনবান্ধব গণমুখী বাজেট পেশ করায় বগুড়া বাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়েছে।

যদি একজন দক্ষ, সৎ নিষ্ঠাবান মানুষের হাতে দেশ থাকে, সে দেশ সম্মানের সাথে উন্নয়নের পথে এগিয়ে যাবেই; সেটি আজ প্রমাণিত। আজকের বাজেটকে সারা দেশের যুবসমাজ স্বাগত জানাচ্ছে। এই বাজেটে দেশের সাধারণ মানুষ আনন্দিত, উৎফুল্লিত। প্রতিটি মানুষ এই বাজেটের মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করছেন।আজকের এই আনন্দ মিছিল থেকে সারা দেশের আপামর জনগণের পক্ষ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একটি স্মার্ট বাজেট পেশ করায় মানবিক প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে অভিনন্দন ও অভিবাদন জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
𝐂𝐫𝐚𝐟𝐭𝐞𝐝 𝐰𝐢𝐭𝐡 𝐛𝐲: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓