এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের স্টাফ কোয়ার্টারে করতোয়া ভবনে দিন দুপুরে দুঃসাহিক চুরি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ চুরি সংঘটিত হয়।থানার অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নিরাপত্তা প্রহরী সুমন মিঞা উপজেলা স্টাফ কোয়ার্টারে স্বপরিবারে বসবাস করেন। নিরাপত্তাকর্মীর স্ত্রী তার সন্তান বিদ্যালয়ে নিয়ে যায়। সেই সুযোগে দিনের বেলায় বাড়িতে কেউ না থাকায় সংঘবদ্ধ চোরের দল বাসার তালা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে।
চোরের দল স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।এ ব্যাপারে পুলিশ পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত অব্যাহত আছে। চুরির সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
Leave a Reply