কলমে– মিনতি গোস্বামী
প্রায় চল্লিশ বছর পর নিজের শহরে।আমূল পরিবর্তন না হলেও বর্ধমান স্টেশন সুন্দর হয়েছে। কার্জন গেট পাহারায় বসেছে রাজা -রানীর মূর্তি।বীরহাটায় নতুন সেলফি জোন। কৃষি প্রধান বর্ধমান ফ্ল্যাট কালচারে ঢুকে পড়েছে। মনে আমার গেঁথে আছে বিশ্ববিদ্যালয় জীবনের গোলাপবাগ। পরদিন সকালেই চলে গেলাম। গোলাপবাগ চত্বরে বিধান রায়ের মূর্তি।ওই রাস্তা ধরে বিশ্ববিদ্যালয় যাবার সময় গ্রীষ্মে পিচরাস্তা জুড়ে ছড়িয়ে থাকতো কৃষ্ণচূড়া, রাধাচূড়া ফুল। আহা, লাল হলুদে পা ডোবানো সেই দিন। সেসব গাছ নেই। ক্যাম্পাসের লাল কাঁকড়ের রাস্তা পিচ হলেও রাজ -আমলের দেবদারুরা দাঁড়িয়ে আছে দু ‘ চারটে। হারানো প্রেমিক দেবদারুকে কাছে পেয়ে জড়িয়ে ধরলাম।আমার পরাজয়ের সান্তনা, আমার আত্মাকে সত্যের কাছে দাঁড় করানোর বিশ্বস্ত বন্ধু।
Leave a Reply