কাজী মোস্তফা রুমি,বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ. ছালাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি এর সঞ্চালনায় আজ ৬ জুন’২৪ রোজ বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকায় উপজেলা বিএনপির কার্যালয়ে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনাদর্শ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। পাশাপাশি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে এবং রাজনৈতিক সংকট মোকাবেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন অনুসরণ করার আহবান জানান।আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এরও সুস্থতা কামনা করা হয়।
দিনব্যাপী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আহমেদ আলী রানা, সহ-সভাপতি এম ফিরোজ সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক কিবরিয়া মোল্লা, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজমুল হক স্বাধীন, ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম , স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শাহজাহান সাজু, সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, নাগরপুর উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান, নাগরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব শহিদুর রহমান মনির সহ উপজেলা বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।বিশেষভাবে উল্লেখ্য,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৩তম শাহাদত বার্ষিকী ৩০ মে’২৪ পালন করার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ভয়াবহ ঘূর্ণিঝড় রিমেল এর কারণে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আজ পালিত হয়।
Leave a Reply