আলফাজ মামুন নুরি,কক্সবাজার রিপোর্টঃ
উপকূলীয় জনপদ কক্সবাজারের চকরিয়া বদরখালীতে অনূর্ধ্ব-১৫ সাতাঁর প্রশিক্ষণের সনদ বিতরণ ও মাস ব্যাপী এ্যথলেটিক্স প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ্যথলেটিক্স বাছাই ও মাসব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নজরুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, চকরিয়া। সার্বিক তত্বাবধানে ছিলেন কক্সবাজার জেলা ক্রীড়া কর্মকর্তা, মাঈন উদ্দিন মিলকি এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, জনাব মোহাম্মদ রুহুল কাদের।বদরখালীতে অনূর্ধ্ব-১৫ বাছাই প্রতিযোগিতা ও মাস ব্যাপী এ্যথলেটিক্স প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বদরখালী ডিগ্রী কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক জনাব আলতাফ হোছাইন,আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সিরাজুল করিম, বদরশাহ একাডেমির প্রধান শিক্ষক, হারুন রশিদ, সাতডালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক জানব মাস্টার ইসমাইল হোসেন,উপকূলীয় আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জানব দেলোয়ার হোসেন এবং উপস্থিত ছিলেন বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, আবুল বশর সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আবু নাঈম লিটন।উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকি বলেন, এই এ্যথলেটিক্স প্রশিক্ষণ থেকে বাছাইকৃত প্রতিভাবান এ্যথলেট দের জন্য উন্নত প্রশিক্ষণের আয়োজন করবে ক্রীড়া পরিদপ্তর। এ্যথলেটিক্স এর আইন কানুন এবং নৈতিক শিক্ষাও দেওয়া হবে এ প্রশিক্ষণে। বাছাইকৃত এ্যথলেট দেশের বাইরেও প্রশিক্ষণ নেওয়ার সুযোগ রয়েছে।
অনূর্ধ্ব-১৫ এ্যথলেটিক্স প্রশিক্ষণ এর আয়োজন করেছে, জেলা ক্রীড়া অফিস,কক্সবাজার। এ্যথলেটিক্স প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, মোহাম্মদ আবু নাঈম লিটন,সহকারী শিক্ষক, বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়।উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত বয়স ভিত্তিক এ প্রশিক্ষণে চকরিয়া উপজেলার অনুর্ধ-১৫ প্রতিভাবান ৩০ জন এ্যথলেট অংশ নেয়। মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে ক্ষুদে এ্যথলেটাররা জেলা পর্যায়ের বাছাইয়ে অংশ নেবে।
Leave a Reply