আশিকুর রহমান,নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণার কলমাকান্দায় বিশ্ব-পরিবেশ দিবস উপলক্ষে সকাল ১১ টায় বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেছে মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠন ।আজ ০৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষ্যে সরকারী ও বেসরকারী সংগঠনের উদ্যোগে বৃক্ষ রোপনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।তারই ধারাবাহিকতায় নেত্রকোণার কলমাকান্দা উপজেলার কলমাকান্দা সরকারি কলেজে বৃক্ষরোপন করে মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠন।জানা যায়, গ্রীন মিশন বাংলাদেশের উদ্যোগে সারাদেশ আজ ৫৩ টি স্থানে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়। তারই লোকাল পার্টনার হিসেবে ঢাকা থেকে পরিচালিত গ্রীন মিশন বাংলাদেশের সার্বিক সহযোগিতা ও অর্থায়নে কলমাকান্দা সরকারি কলেজে বৃক্ষরোপন করে মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠন।এ সময় উপস্থিত ছিলেন কলমাকান্দা সরকারি কলেজে ভাইস প্রিন্সিপাল মো: মোজাম্মেল হক, সহ কারি প্রভাষক অপুর্ব কান্তি তালুকদার, জুয়েল, সিদ্দিক আকন্দ।
এ ছাড়াও ছিলেন সংগঠন এর সাধারন সম্পাদক শেখ সোহেল রানা শাকিম, কোষাধ্যক্ষ খন্দকার মাহফুজ সাইফুল্লাহ, সদস্য মো: জামাল হোসেন ও বিল্লাল,জসিম সহ আরো অনেকেই।
Leave a Reply