কলমে– মিনতি গোস্বামী
কাঁকুড়গাছি সরকারি আবাসনের দশ নম্বর বিল্ডিংয়ের তিনতলায় থাকেন মনোতোষবাবু। রিটায়ার্ডের পর নাতি নিয়ে সময় কাটে। এখন আবার নতুন এক সঙ্গী জুটেছে। বাজার থেকে আসার সময় পায়ে পায়ে ঘোরে পাড়ার এক কুকুর। নাতি নাম দিয়েছে জিমি। মনোতোষবাবু জিমিকে দু ‘বেলা বিস্কুট ও দুপুরের ভাত দেন। বিকেলে নাতিকে নিয়ে বিধান শিশু উদ্যান বা বড় পার্কে গেলে জিমিও সঙ্গ নেয় তাদের।হঠাৎ মনোতোষবাবুর একদিন ব্রেন স্ট্রোক হলে অ্যাম্বুলেন্স যখন তাকে নিয়ে যায়, জিমিও ছোটে পিছু পিছু। পরে এসে সিঁড়ির নিচে বসে পাহাড়াদার হয়ে । তিনদিন কিছু মুখে দেয়নি। কেউ খাবার দিলে চোখে জল পড়ছে। কুকুর প্রভুভক্ত জানি কিন্তু জিমিকে দেখে বোঝা যায় কুকুর আত্মজনও হয়।
Leave a Reply