কলমে– মিনতি গোস্বামী
ঐতিহ্য আজ বিখ্যাত কবি মনোতোষ মিত্রের বাড়িতে হাজির। প্রিয় কবিকে দুটো নতুন কবিতা শোনাবে ও নতুন কাব্যগ্রন্থ উপহার দেবে বলেই তার আগমন। কলিংবেল বাজাতেই কাজের মেয়ে এসে দরজা খুলে তাকে ড্রয়িং রুমে বসতে বলে। কবি তখন মেঝে ভর্তি বইয়ের স্তপে বসে আছেন। ঐতিহ্যকে বললেন,”একটু বসো, এখন ঝাড়াই-বাছাই চলছে।
ঐতিহ্য দেখে প্রচুর নতুন বই কবি মেঝেতে ফেলেছেন। মাত্র এক মাস আগে বইমেলায় প্রকাশিত বইও আছে। একটু পরে কাগজওয়ালা এসে সব বই বাইরে নিয়ে গেলো, কবিও গেলেন ওজন দেখতে।ঐতিহ্য চা খেতে খেতে খবরের কাগজ কিছুক্ষণ উল্টালো।কবি এলে কবিতা শুনিয়ে সে বেরিয়ে এলো।নিজের কাব্য -সন্তান উপহার দিতে ইচ্ছে হলো না।
Leave a Reply