কলমে–তীর্থঙ্কর সুমিত
আকাশ ঘিরে মেঘ করেছে
জল উঠেছে পাড়ে
ছোটাছুটি করছে খুকু
বনবাদারের ধারে।
যেই না হালুম পাচ্ছে মালুম
মেঘ গর্জন ডাক
দুমদুমাদুম বাজজে যেনো
হাজার খানা ঢাক।
ঢাকের আওয়াজ কাঁপায় নদী
উঠছে ফুলে জল
সময়গুলো গেছেই কবে
অতীত স্মৃতির কল।
Leave a Reply