কলমে-মিনতি গোস্বামী
বাবা মারা যাওয়ার পর কিশোর হারু নাপিত হয় মুখুজ্যে বাড়ির।তিন যুগ ধরে সে চুল কাটছে।সবাই জানে হারু গিন্নির খুব বিশ্বস্ত।রাধাগোবিন্দের মন্দিরের সেবার ফুল -তুলসী রোজ সে যোগান দেয়। হারুর ছেলে বাগানের আম, তালের কান্দিও কেটে দেয়। নাপিত বাড়ির সঙ্গে এ বাড়ির সখ্যতা খুব। জমিদারিতে ভাটা পড়লেও মুখুজ্যেদের শালপাতার কারবারেই রমরমা।
মুখুজ্যে গিন্নির নাতি একদিন নাপিতের নাতনির মাথায় সিঁদুর দিয়ে ঘরে ঢোকালো। মুখুজ্যে বাড়িতে হুলস্থুল ব্যাপার। কেউ বউকে ঢুকতে দেবে না। আদরের নাতিকে সামাল দেন স্বয়ং গিন্নিমা।তিনি বলেন,” নাপিত জল চলা জাত।রাধাগোবিন্দের সেবায় জাত -বিচার নাই।আমার ভাইকে এনে গোত্র পাল্টে ওদের বিয়ে দেবো। ওই আমার নাতবৌ হবে।
Leave a Reply