কলমে- মিনতি গোস্বামী
আজ সকাল হতেই বাগদি পাড়ায় চুলোচুলি। বর্ষার আগে নেতাইয়ের মা কাঠ -কুটো জড়ো করে প্লাস্টিক চাপা দিয়ে রেখেছিলো। হারুর বউ সেখান থেকে কিছু কাঠ সরিয়েছে নেতাইয়ের মায়ের অভিযোগ। গালমন্দ, অভিশাপ চলে কিছুক্ষণ দুপক্ষে। শেষে হারুর বউ নেতাইয়ের মাকে ঠেলে দিলে, সে হারুর বউয়ের চুলের মুঠি ধরে। অভিশাপের ভয়ে দর্শকরা নীরব।এমন সময় ছুটতে ছুটতে একজন এসে বলে” হারুকে জমিতে গোখরো সাপে কেটেছে।মুহূর্তে ছবিটা পাল্টে যায়।নেতাইয়ের মা চিৎকার করে কাঁদতে থাকে।কি সর্বনাশ হলো।ও নেতাই টোটো বের কর।তোর কাকাকে নিয়ে হাসপাতালে চল। আমরাও যাচ্ছি।হারুর বউকে বলে,’ কাঁদিস না।ভাই ঠিক হয়ে যাবে।আমি নিজে মনসাতলায় পেনাম খাটবো।
Leave a Reply