কলমে-পিঙ্কি ঘোষ
কেমন আছো বেণীমাধবের নবম শ্রেণীর প্রেমিকা?
নদীর ধারে ব্রীজের নীচে অপরাহ্নের আলোয়
যেদিন তোমার স্বপ্নের চিতা জ্বলেছিল…
আজও তার উত্তাপ স্পর্শ করে ব্যর্থ প্রেমিকাদের,
শর্তহীন বিকেল গুলো জানে কোথায় আছে
বিশ্বাসে মোড়া সিন্দুকে ভরা কৈশোরের সমাধি।
বেণীমাধব, জীবন্ত মমি দেখেছো কোনোদিন ?
দেখেছো কি ঝলসে যাওয়া হৃদপিন্ড?
তোমার পদবীকে অলঙ্কার করে যে সর্বদা –
তোমার কবিতার নায়িকা হয়, সে জানে !
শুনিয়েছো ওকে পোড়া প্রেমপত্রের রূপকথা…
আমি লোভি নই, তাই সাতটা জন্মও চাইনা,
শুধুমাত্র আর একটা জন্ম যদি পাই বেণীমাধব-
উপন্যাসটা উপসংহার থেকে শুরু করবো।
শব্দসীমা যাই হোক না কেন,
ব্যর্থ শব্দটার প্রবেশ নিষেধ থাকবে।
…………………………………………
Leave a Reply