মিজানুর রহমান,স্টাফ রিপোর্টারঃ
বটিয়াঘাটা উপজেলা পরিষদ নির্বাচন- চেয়ারম্যান প্রার্থী জি এম মিলনের চিংড়ি মাছ প্রতীক সকলের মুখে মুখে ,প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন খুলনার বটিয়াঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম মিলন কে নির্বাচনে ভোটাররা তাকেই বিপুল ভোটে বিজয়ী করবেন এমন আলোচনা সবাই করছে এখন উপজেলার সর্বত্রই।তিনি উপজেলাবাসীর কাছে ,দানবীর, সৎ,যোগ্য, প্রতিবাদী ,নিষ্ঠাবান ও অসহায় মানুষের প্রিয়জন হিসেবে দীর্ঘদিন ধরেই পরিচিত। ও ৭ নং আমিরপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান।এ দিকে খেটে খাওয়া মানুষ তাদের আমানত মহা মূল্যবান (ভোট) উপজেলা পরিষদ নির্বাচনে চিংড়ি মাছ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জি এম মিলন কে ভোট দিতে প্রস্তুতি নিচ্ছে বলে জানান অনেকেই।উপজেলার বিভিন্ন ইউনিয়নের একাধিক ভোটাররা বলেন, নির্বাচন এলে প্রার্থীদের আনাগোনা দেখা যায় কিন্তু নির্বাচিত হওয়ার পর তাদের আর খোঁজ মিলেনা, কিন্তু জি এম মিলন ভাই সর্বদা মানুষের পাশে থাকেন, স্থানিয় চায়ের দোকান দার বলেন গরিব অসহায় মানুষের পাশে থাকা মতো প্রার্থী জি এম মিলন কে এলাকাবাসী চায়। তিনি দীর্ঘদিনের পরীক্ষিত ক্লিন ইমেজের একজন রাজনৈতিক মানুষ। সব সময় ধর্মীয় প্রতিষ্ঠানসহ নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডে তার অংশগ্রহণ রয়েছে। তাই এবারের নির্বাচনে সব দিক বিবেচনা করে চেয়ারম্যান প্রার্থী জি এম মিলন কে চিংড়ি মাছ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবে ভোটারদের এমনটাই প্রত্যাশ্যা।
চিংড়ি প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জি এম মিলন বলেন, উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল গুলোতে প্রতিনিয়তই যাচ্ছি এবং ভোট ও দোয়া চাচ্ছি ভোটারদের কাছে। বয়োবৃদ্ধ থেকে সব বয়সী মানুষ আমাকে যেভাবে আশ্বস্ত করছেন তাতে আমি শতভাগ আশাবাদী উপজেলা বাসী আগামী ৫ জুন সারাদিন তাদের মহা মূল্যবান পবিত্র ভোটটি চিংড়ি মাছ প্রতীকে প্রদান করে আমাকে বিজয়ী করে তাদের সেবা করার সুযোগ দিবেন।
Leave a Reply