এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার গাবতলীতে প্রবাসীর বাড়ির উপর দিয়ে রাস্তা নির্মান, গাছ কর্তন, বাড়ি-ঘর ভাংচুর, ও মারধর করা হয়েছে। এঘটনায় ভুক্তভোগী আব্দুল মমিন বাদী হয়ে ১০জনকে আসামী করে গাবতলী থানায় মামলা দায়ের করেন।ভুক্তভোগী আব্দুল মমিন গাবতলী উপজেলার দক্ষিন সরাতলী গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে। মামলা সূত্রে জানা যায়,তিনি প্রায় ২০ বছর সৌদি আরবে ছিলেন। গেল ৭মাস আগে দেশে ফিরেন। এরপরর থেকে তাদের সাথে বসতবাড়ীর রাস্তার সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ২৩ই মে আসামী রফিকুল ইসলাম, আমিনুর, খায়রুল, লেবু ফকির, হামিদুল, রাকিব, শাকিল, হযরত, আমেদালী ফকির, আব্দুস সামাদসহ অজ্ঞত ১৫-২০জন দলবল নিয়ে সকাল ৮ টার দিকে লাঠিসোঠা নিয়ে আমার বসতবাড়ীর উঠানের উপর দিয়ে জোর পূর্বক রাস্তা নির্মান করতে থাকে। তখন আমি ও আমার স্ত্রী বাঁধা দিলে অকথ্য ভাষায় গালিগলাজ করে। আমি তাদের নিষেধ করলে আমাদের প্রাণ নাশের হুমিক দেয়। একপর্যায়ে তাদের হাতে থাকা কাঠের বাটাম দিয়ে আমার স্ত্রীর মাথায় আঘাত করে। এসময় আমার মেয়ে এগিয়ে আসলে তারা এলোপাতাড়ি মারতে থাকে। অন্য আসামী আমার স্ত্রীর গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্নের চেইন ছিনিয়ে নেয়। যার আনুমানিক বাজার মুল্য ৫০ হাজার টাকা। এদিকে অন্য আসামীরা আমার গোয়ালঘর ভাংচুর করে, বাড়ীর পাশে থাকা ১টি বড় শিমুল গাছ, ১টি বড়ই গাছ, ২টি কাঁঠাল গাছ, ৩টি পেয়ারা গাছ কেটে ফেলে। এসময় আমাদের চিৎকারে আশেপাশের মানুষ এগিয়ে এলে ভয়-ভীতি দেখিয়ে আসামীগন দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।ভুক্তভোগী আব্দুল মমিন জানান, আমি গত ২৮ মে ২০২৪ তারিখে গাবতলী মডেল থানায় একটি এজাহার দায়ের করেছি। উক্ত আসামীদের দ্রুত আইনের আওতায় এতে সুষ্ঠু সমাধানের দাবি জানাই।
Leave a Reply