মুজিবুর রহমান,কালীগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশে গণতন্ত্র সম্পূর্ণভাবে নির্বাসিত। একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে আওয়ামী লীগ বিভিন্ন কলাকৌশল করে জনগণের ভোটের অধিকার হরণ করে ক্ষমতা দখল করে আছে এবং একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতে চাচ্ছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় চলমান আন্দোলন আরও বেগবান করে জনগনের সরকার প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ্। বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৩তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি আশরাফী হাবিবুল্লাহ এসব কথা বলেন।শুক্রবার বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলার তুমলিয়া ইউনিয়নাধীন ঐতিহাসিক সোমবাজার ঈদগাহ্ মাঠে থানা বিএনপির সহ-সভাপতি রফিজুল ইসলাম দর্জির সভাপতিত্বে ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আশরাফী হাবিবুল্লাহ। বিশেষ অতিথি থানা বিএনপির সহ-সভাপতি মো. মোর্শেদ আলম মিন্টু, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন শাওন, দপ্তর সম্পাদক এডভোকেট নাজমুল হক চৌধুরী বিপ্লব, পৌর বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম কাজল প্রমূখ।
সভায় বক্তাগণ বলেন, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনীর একদল সদস্যের অভ্যুত্থানে শাহাদাতবরণ করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই থেকে এই দিনকে ‘শাহাদাত’ দিবস হিসেবে পালন করে আসছে দলটি।এ সময় থানা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরিশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ গণতন্ত্রের আন্দোলনে যেসব নেতাকর্মী শাহাদতবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ কারাগারে আটক নেতাকর্মীদের সুস্থ্যতা ও মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
Leave a Reply