মিজানুর রহমান,স্টাফ রিপোর্টারঃ
ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে খুলনার কয়রা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে খুলনা ৩ এপিবিএন মঙ্গলবার (৩১ মে) দুপুর ১ টায় সময় ত্রাণ বিতরণ করেন ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক(অতিরিক্ত ডিআইজি) মোঃ মাসুদ করিম, বক্তব্যতে তিনি বলেন প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় রেমালে খুলনা, কয়রা এবং সাতক্ষীরার বিভিন্ন উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং এ অঞ্চলের মানুষ পানিবন্দি হয়ে পড়ে। অনেকেই নিজের শেষ সম্বল ও মাথা গোঁজার ঠাঁইটুকু হারিয়ে ফেলে।
কৃষক, শ্রমিক, দিনমজুরসহ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের অনেকেই কর্মহীন হয়ে অসহায় ও মানবেতর জীবনযাপন করছে। এছাড়াও উপকূলীয় অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে ও বিদ্যুৎ ব্যবস্থাপনা ভেঙে পড়ে। এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ জয়নুদ্দিন পিপিএম,পিপিএম-সেবা, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল সাইদ
Leave a Reply