শাহারুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফলে জাতীয় পার্টির মোস্তফা মহসিন লাঙ্গল প্রতীকে ২৭ হাজার ১’শ ১৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী খয়বর হোসেন সরকার হেলিকাপ্টার প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৯’শ ১৮ ভোট।২৯ মে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ১৩৯টি কেন্দ্রে অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণ চলাকালীন উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রাতে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে সহকারি রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম নির্বাচনে বেসরকারি ফলাফল ঘোষনা করেন।
এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অজয় কুমার দাস মাইক প্রতীকে ১৫ হাজার ৬’শ ৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে আরিফুল ইসলাম বাবু লাঙ্গল প্রতিকে পেয়েছেন ১৩ হাজার ৯’শ ১৩ ভোট। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে ছালমা আক্তার কলস প্রতীকে ৩১ হাজার ৫’শ ২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আঞ্জনা রানী গোস্মামী প্রজাপতি প্রতীকে ভোট পেয়েছেন ২০ হাজার ২’শ ২৭ ভোট।মোট ভোটার সংখ্যা ছিলো ৩ লাখ ৯৮ হাজার ৫’শ ৭৯ জন।
Leave a Reply