শাহারুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধিঃ
তৃতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সাদুল্লাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রেজাউল করিম রেজা। ২৯ মে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে উপজেলার ১০২টি ভোট কেন্দ্রে অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণ চলাকালীন সময়ে উপজেলার কোথাও কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।ভোটগ্রহণ শেষে রাত ৯টায় সাদুল্লাপুর উপজেলা পরিষদ হল রুমে সহকারী রির্টারিং অফিসার ও সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার এ ফলাফল ঘোষনা করেন। আনারস প্রতীকে রেজাউল করিম রেজা ৩০ হাজার ২’শ ১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটর সাইকেল প্রতীকে শাহ মো. ফজলুল হক রানা পেয়েছেন ২৯ হাজার ৫’শ ৯০ ভোট।
ভাইস চেয়ারম্যান পুরুষ পদে তালা প্রতীকে মোন্তেজার রহমান চঞ্চল ৪৯ হাজার ৮’শ ৯৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আছকালাম আকন্দ টিয়া পাখি প্রতীক পেয়েছে ২০ হাজার ০১৬ ভোট মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীকে আকতার বানু লাকী ৩৮ হাজার ৩শ ৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কলস প্রতীকে লাভলী বেগম পেয়েছেন ২৮ হাজার ৩’শ ৫২ ভোট।#
Leave a Reply