কাজী মোস্তফা রুমি,বিশেষ প্রতিনিধিঃ
আজ ৩০মে’২৪ বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী।এরই ধারাবাহিকতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৩ তম শাহাদাত বার্ষিকীতে গভীর শোক ও শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করেছেন নাগরপুর উপজেলা ছাত্রদল।নাগরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল ও সদস্য সচিব শহিদুর রহমান মনির এক যৌথ শোকবার্তায় গণমাধ্যমকে বলেন – শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং বাংলাদেশের বৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা। পাশাপাশি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার অন্যতম কারিগর, যা সকলের কাছে স্বীকৃতিপ্রাপ্ত। ক্ষুদা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে তিনি আমৃত্যু একনিষ্ঠভাবে কাজ করে গিয়েছেন। আমরা তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে বিচরণ করছি।
আজ বাংলাদেশ তথা সমগ্র বিশ্বের এই রাজনৈতিক সংকট মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর রাজনৈতিক দর্শন অনুসরণ করা উচিত।তাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর রাজনৈতিক আদর্শ, দেশের প্রতি মমত্ববোধ, ত্যাগ ও সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে বাংলাদেশকে পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে নাগরপুর উপজেলা ছাত্রদলের সকল নেতাকর্মীকে সকল ভয়কে উপেক্ষা করে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানাই।পাশাপাশি আগামী ৬ জুন’২৪ নাগরপুর উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উদ্যোগে উপজেলা বিএনপি’র কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদতবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে নাগরপুর উপজেলা ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাই।
Leave a Reply